Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মাইজগাঁও ইউনিয়ন পরিষদ

এক নজরে মাইজগাঁও ইউনিয়ন পরিষদ :- কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে ৫১ টি  গ্রামের সমন্বয়ে মাইজগাঁও ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

১) নাম-০২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদ।

২) আয়তন-১৭.২০বর্গ কি:মি:

৩) লোকসংখ্যা:-৩৯,৯৩২ জন

৪) গ্রামের সংখ্যা:-৫১টি

৫) মৌজার সংখ্যা-০৮ টি

৬) হাট/বাজারের সংখ্যা-০৪টি

৭) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের,  রিক্সা, মিনিবাসের, মাধ্যমে

৮) শিক্ষার হার: ৭০%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৯টি

১০) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৪টি

১১) উচ্চ বিদ্যালয়- ০৪টি

১২) মাদ্রাসা-০৩টি

১৩) মহিলা মাদ্রাসা-০১টি

১৪) দায়িত্বরত চেয়ারম্যান- ছুফিয়ানুল করিম চৌধুরী

১৫) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-০৩টি

১৬) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৫ইং

      ১৭) গ্রাম সংখ্যা : ৫১টি

১৮) ইউনিয়ন পরিষদের জনবল

 ক) চেয়রম্যান ০১ জন, মহিলা সদস্য ০৩ জন, সদস্য ০৯ জন (নির্বাচিত)

  খ) ইউনিয়ন পরিষদ সচিব: ০১জন ।

  গ) ইউনিয়ন গ্রাম পুলিশ   : দফাদার ০১ জন, মহল্লাদার ০৯ জন ।